Mysuru-Darbhanga Express Accident: মালগাড়িতে ধাক্কা মাইসুরু-দ্বারভাঙা এক্সপ্রেসের, আগুন লেগে গেল ২ কোচে, আহত বহু

Mysuru-Darbhanga Express Accident: প্রবল ধাক্কায় দুটি কোচে আগুল লাগার পাশাপাশি আরও দুটি কোচ বেলাইন হয়ে যায়। বহু যাত্রী আহত তবে এখনওপর্যন্ত কোনও যাত্রীর মৃত্যুর কোনও খবর নেই

Updated By: Oct 11, 2024, 10:14 PM IST
Mysuru-Darbhanga Express Accident: মালগাড়িতে ধাক্কা মাইসুরু-দ্বারভাঙা এক্সপ্রেসের, আগুন লেগে গেল ২ কোচে, আহত বহু

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অষ্টমীর সন্ধের ভয়ংকর দুর্ঘটনার কবলে মাইসুরু-দ্বারভাঙা এক্সপ্রেস। তামিলনাডুর তিরুবল্লুর জেলায় কাভারাপেট্টাই স্টেশনে দাঁড়িয়ে থাকা মালগাড়ীতে গিয়ে ধাক্কা মারল দ্বারভাঙা এক্সপ্রেস। প্রবল সংঘর্ষের জেরে আগুল লেগে গেল যাত্রীবাহী দ্বারভাঙা এক্সপ্রেসের দুটি কোচে। আহত বেশ কয়েকজন যাত্রী।

আরও পড়ুন-রক্ষা ১৪০ যাত্রীর, ঝুঁকি নিয়ে ত্রিচি বিমানবন্দরে নামল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান

প্রবল ধাক্কায় দুটি কোচে আগুল লাগার পাশাপাশি আরও দুটি কোচ বেলাইন হয়ে যায়। বহু যাত্রী আহত তবে এখনওপর্যন্ত কোনও যাত্রীর মৃত্যুর কোনও খবর নেই। রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধে ৮.৫০ নাগাদ মাইসুরু-দ্বারভাঙা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছুটি গিয়েছে উদ্ধারকারী দল।

উল্লেখ্য, ২০২৩ সালের ২ জুন ওডিশার বালেশ্বর জেলায় বাহানাগা বাজার স্টেশনে লুপ লাইনে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেস। এরপর সেটির ইঞ্জিন উঠে যায় ওই লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপরে। লাইনচ্যুত হয় দু'টি ট্রেন। সেই সময় পাশের লাইন দিয়ে ছুটে যাওয়া বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেসও লাইনচ্যুত হয় এই দুর্ঘটনায়। তিনটি ট্রেনের মোট ১৫টি বগি ছিটকে পড়ে রেললাইনে। মৃত্যু হয় ২৯৫ জনের। আহত হন ১২০০-র বেশি যাত্রী। প্রায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

সবিস্তারে আসছে......

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.