নিজস্ব প্রতিবেদন: একদিনে রাজ্যে বিনিয়োগ এসেছে ৭২ হাজার কোটি টাকা। ৩ লক্ষ ২৯ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হতে চলেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তাঁর কথায়,'আগামী দিনে শিল্প ও কর্মসংস্থানের গন্তব্য বাংলা।' এনিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, 'কাল্পনিক বিনিয়োগ।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে মমতা (Mamata Banerjee) বলেন,'৫৩টি প্রকল্পের উদ্বোধন করলাম। জানেন কত কোটি টাকার প্রকল্প? জানেন না তো? শিল্প ও কর্মসংস্থানের সঙ্গে এর বিরাট সম্পর্ক। পুরুলিয়ার রঘুনাথপুরে তৈরি হচ্ছে নতুন শিল্পনগরী। ৬২ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে।  ক্লাবগুলিকে সাক্ষী রেখে আজ সবমিলিয়ে ৭২ হাজার কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করা হল। ৩ লক্ষ ২৯ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হতে চলেছে।' 


মমতার (Mamata Banerjee) সংযোজন,'বাংলাই পৃথিবীর বিনিয়োগের গন্তব্যস্থল। একদিন যখন বলতাম বিশ্ববাংলা, বিশ্বের মানচিত্রে নাম লেখাবে বাংলা। অনেকে ভাবতেন রাজনৈতিক কারণে বলছি। একটা অনুষ্ঠান থেকে ৭২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হচ্ছে। আগামী ৫ বছরে দেড় কোটি কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই দেড় কোটি কর্মসংস্থান দিয়েছি। আমরা ৪০ শতাংশ দারিদ্র ঘুচিয়েছি। এটা আমার কথা নয়, কেন্দ্রের পরিসংখ্যান বলছে।'  


মুখ্যমন্ত্রীর বিনিয়োগ-ঘোষণা নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya) বলেন,'সম্ভাব্য বিনিয়োগ বলে নতুন শব্দবন্ধ তুলে আনলেন মুখ্যমন্ত্রী। এখানে কাল্পনিক বিনিয়োগ হচ্ছে। ৭২,২০০ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের ঘোষণা করলেন। দেখিয়ে দেওয়া হল ৩ লক্ষ ২৮ হাজার ৫০০ জনের কর্মসংস্থান। সম্ভাব্য বিনিয়োগ হবে বলছেন অথচ কর্মসংস্থানের পরিসংখ্যানটা দিয়ে দেওয়া হল।' .


আরও পড়ুন- 'আমরাই জিতে আসব,' আগাম শুভেচ্ছা নিয়ে বিধানসভার শেষ দিনে প্রত্যয়ী Mamata