জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'আমার পরিবারকেও হেনস্থা করা হচ্ছে। জীবনে অন্যের পয়সায় এক কাপ চা খাইনি। তবুও ইডি, সিবিআই পাঠিয়ে দিচ্ছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, এর আগে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সমাবেশ থেকে 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে গ্রেফতার করা হবে! ভোটের আগেই গ্রেফতার করা হবে!' এরকম মেসেজ তাঁকে করা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাম না করে এই প্রসঙ্গে অভিযোগের আঙুল তোলেন বিজেপি সরকারের দিকেই। মমতা বলেন, 'ভিনডিকটিভ সরকার। আমাকে একজন মেসেজ করেছে, অভিষেককে ভোটের আগে গ্রেফতার করব।' তোপ দাগেন,'ওই তথ্যগুলো তোমরা কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছ।' 


প্রসঙ্গ, লিপস অ্যান্ড বাউন্ডস বিতর্ক! কোম্পানির কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করার অভিযোগ ইডির বিরুদ্ধে। ২৫ অগাস্ট লালবাজারের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট চন্দন বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন,'তল্লাশি চলাকালীন লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬ ফাইল ডাউনলোড করেছে ইডি। ওই ফাইলগুলির সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সসের কোনও সম্পর্ক নেই।' যারপরই বিতর্ক ছড়ায়। ইডি যে অভিযোগের প্রেক্ষিতে সাফাই দেয় যে, একজন আধিকারিক তাঁর সন্তানের হস্টেল নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তিনি তাঁর সন্তানের জন্য হস্টেল দেখছিলেন। সেই সময় একটি ওয়েবসাইট খোলায় আপনা-আপনি ওই ১৬টি ফাইল ডাউনলোড হয়ে যায়। যে ঘটনায় এবার হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। লিপস অ্যান্ড বাউন্ডসের ১৬ ফাইলে কী আছে? তা খতিয়ে দেখবে হাইকোর্ট।


উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকেও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি বলেন, 'আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে। ছেলেটা পরশু দিন ফিরেছে। না জানিয়ে হঠাত্ করে ওর ৪-৫টি জায়গায় চলে গিয়েছে। ধরুন আমার বাড়িতে গেল, আমাকে জানাল না। আমার তো একটি সিকিউরিটির ব্যাপার রয়েছে। সিকিউরিটির সমস্যা যে কোনও লোকেরই আছে। তুমি যে একটি বিস্ফোরক রেখে যাচ্ছ না তার কে গ্যারান্টি নেবে? তুমি নিজে ঢুকছ নিজে যা করার করছ। তুমি যে লুকিয়ে একটা বন্দুক রেখে যাচ্ছ না তার কে গ্যারান্টি নেবে? তুমি যে কয়েক কোটি টাকা নিজে বাক্স করে নিয়ে ঢুকছো না তার কে গ্যারান্টি নেবে?'


আরও পড়ুন, যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি, অন্য মহিলাকেও শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)