নিজস্ব প্রতিবেদন: পেগাসাস ইস্যুতে আরও একবার কেন্দ্রকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,'পেগাসাস মোদীবাবুর নাভিশ্বাস। পেগাসাস, ডেঞ্জারাস, ফেরোসাস। আবার বলছি, এটা সকলের কণ্ঠবন্দি করার জন্য। এর পাশাপাশি দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন,'দৈনিক ভাস্করে আয়কর হানার নামে সংবাদিক ও মালিকদের দমন করা হচ্ছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একুশের মঞ্চে ফোনের ক্যামেরায় প্লাস্টার দেখিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। এটা প্রতীকী বলে এ দিন জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,'ফোনটা রেখে লাভ কী? এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া উচিত। আমরা তো কাজের জন্য এটা ব্য়বহার করি। কখন বার্তা আসে। কখনও দরকারি কল আসে। আমরা কী করব? এটা থেকে বাঁচতে দুটো রাস্তা। এক ডিপ ফ্রিজে ঢুকিয়ে দাও। বরফের মধ্যে ঠান্ডায় ঘুমিয়ে পড়বে। আর দুই, শ্রাদ্ধ করে একেবারে বাদ দিয়ে দাও। তা জগৎটা কী এভাবে চলতে পারে? মানুষের কণ্ঠই যদি স্তব্ধ হয়ে যায় মানুষ বাঁচবে কীভাবে?' 


ওয়াটার গেটের চেয়ে পেগাসাস (Pegasus) কেলেঙ্কারি বড় বলে এ দিন দাবি করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'এমার্জেন্সির চেয়েও সুপার এমার্জেন্সি চলছে। এসব হিটলারি কায়দায় কত দিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজ মিডিয়া ভীতসন্ত্রস্ত। বিচারব্যবস্থাকে কব্জা করেছে। আজকে রাজনৈতিক দলের নেতাদের কথা বলতে দেওয়া হয় না। কাউকে কথা বলতে দেওয়া হয় না। নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলির রাজনীতিকরণ করেছে। প্রত্যেককে তৈরি করেছে এক একটা পেগাসাস। পেগাসাস এ, আর একটা পেগাসাস বি। এ টু জেড পেগাসাস তৈরি হয়েছে। এমনকি নিজেদের অফিসার, মন্ত্রীদের বিশ্বাস করে না ভারত সরকার। আমি তো শুনেছি আরএসএস নেতা, সাংবাদিকদের ফোনও ট্যাপ করেছে।'


আরও পড়ুন- কেন 'খেলা হবে দিবস' ১৬ অগাস্ট? সাতের দশকে ক্রিকেটের একটি ঘটনা মনে করালেন Mamata


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)