নিজস্ব প্রতিবেদন: করোনা টিকার (Covid Vaccine) দামের ফারাক নিয়ে মোদী সরকারকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপির 'এক দেশ এক নীতি'র ভাবনাকে টেনে তৃণমূল নেত্রীর টুইট, জীবন বাঁচাতে ভ্যাকসিনের এক দাম রাখতে পারছে না বিজেপি।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই ভ্যাকসিনের দামের বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)। করোনা টিকার জন্য ১০০ কোটির তহবিলের ঘোষণা করে মমতা (Mamata Banerjee) বলেছিলেন,'কেন্দ্রকে ভ্যাকসিন দিয়েছে ১৫০ টাকায়। রাজ্যকে ৪০০ টাকায় দেবে সেরামিক। এটা কেন হবে? কেন এই বৈষম্য? এখন ব্যবসা করার সময় নয়, লোককে বাঁচাতে হবে। এনিয়ে আমি প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেব। কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে। সব জনগণের উপর ছেড়ে দেওয়া যায় না।' এ দিন মমতা (Mamata Banerjee) টুইট করেছেন,'এক দেশ, এক দল, এক নেতা বলে সর্বক্ষণ চিৎকার করে বিজেপি। কিন্তু জীবন বাঁচাতে ভ্যাকসিনের এক দাম রাখতে পারছে না তারা। বয়স, জাতপাত, এলাকা ব্যতিরেকে সকল ভারতীয়দের টিকা দেওয়ার দরকার। কেন্দ্র বা রাজ্য যে-ই টাকা দিক, ভ্যাকসিনের একটাই দাম ঠিক করতে হবে ভারত সরকারকে।'



১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলের জন্যে কোভিড টিকাকরণে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোভিশিল্ডের উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, কেন্দ্রকে আগের মূল্য ১৫০ টাকাতেই প্রতি ডোজ দেবে তারা। রাজ্যগুলির ক্ষেত্রে দর ৪০০ টাকা। বেসরকারি হাসপাতালগুলিকে কিনতে হবে ৬০০ টাকায়। সরকারের নয়া নীতি অনুযায়ী, কেন্দ্রকে অর্ধেক টিকা দিয়ে বাকিটা ভাগ করে দিতে হবে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি। কেন্দ্র-রাজ্য এই দামের ফারাক নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা। 


আরও পড়ুন- West Bengal Election 2021: নানা বিষয়ের ভিত্তিতে স্থির দিনক্ষণ, একদফায় ভোট বাস্তবসম্মত নয়,Derek-কে চিঠি কমিশনের