নোটবন্দির মতো গৃহবন্দি চাইছি না, Lockdown নিয়ে জানালেন Mamata
শেষ তিন দফার নির্বাচন একসঙ্গে করানোর দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন (Election)।
নিজস্ব প্রতিবেদন: আগেও জানিয়েছিলেন লকডাউন (Lockdown) হচ্ছে না। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও একবার স্পষ্ট করলেন, লকডাউনের জেরে দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। তাই লকডাউন (Lockdown) আর হচ্ছে না।
এ দিন মমতা (Mamata Banerjee) বলেন,'লকডাউন (Lockdown) করছি না। একবছর ধরে ব্যবসার হাল সঙ্গিন। হকার থেকে শুরু করে যাঁরা দুমুঠো খান, তাঁদের সকলের অবস্থা খুব খারাপ। সবাই সাবধানে থাকুন। এটা বলব না, কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকুন। লকডাউন করে সবাইকে বন্ধ করে রাখব না। নোটবন্দির মতো গৃহবন্দি চাইছি না।'
শেষ তিন দফার নির্বাচন একসঙ্গে করানোর দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন। নির্বাচনের কারণে বাইরের লোক আসায় সংক্রমণ বাড়ছে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'সংখ্যাটা খুব একটা বেশি নয়। লোকে বাসে, ট্রেনে, বিমানে একসঙ্গে যাতায়াত করায় সংক্রমণ বাড়ছে। কত রাজ্য থেকে লোক আসছে। দেড় লক্ষ পুলিস রয়েছে। বিজেপির লোক, পর্যবেক্ষক থেকে শুরু করে বাইরের প্রচুর লোক বসে রয়েছে। প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে।'
আরও পড়ুন- রাজ্যে টিকাকরণের জন্য ১০০ কোটির তহবিল, আতঙ্কিত না হওয়ার পরামর্শ Mamata-র