নিজস্ব প্রতিবেদন: সোমবার ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করেছে কেন্দ্রীয় সরকার। তার প্রায় ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চেন্নাইয়ে উড়ে যাওয়ার পথে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, 'সিদ্ধান্তের বিষয়বস্তু নয়, পদ্ধতি নিয়ে সহমত নন। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া করা হয়নি।'     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অনুচ্ছেদ ৩৭০ বিলোপ নিয়ে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,'গতকাল থেকে যা ঘটছে সাধারণ নাগরিক হিসেবে নজর রাখছিলাম। কাশ্মীরিরা আমাদের ভাই-বোন। বিলের প্রক্রিয়াগত বিষয় নিয়ে আপত্তি নেই। কিন্তু পদ্ধতির সঙ্গে সহমত নই। আমাদের দল কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা ভোট দিইনি। কারণ এটা রেকর্ড হয়ে যাবে। সাংবিধানিক, গণতান্ত্রিক প্রক্রিয়া মানা হয়নি'। 



৩৭০ অনুচ্ছেদ বিলোপের আগে সব দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলেও মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'সব দলের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কথা বলা উচিত ছিল স্থানীয়দের সঙ্গে। দরকারে কাশ্মীরে যেতাম। মানুষকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নিতাম। স্থায়ী সমাধানের ব্যবস্থা করা যেত। বিলের বিষয় নিয়ে আপত্তি নেই।' উল্লেখ্য, গতকাল, সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবের বিরোধিতায় ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। ভোটদানে বিরত থাকেন তাঁরা।  


অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপের পর ওমর আবুদুল্লা, মেহবুবা মুফতিদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের মুক্তি দেওয়ার দাবি করেছেন মমতা। বলেন,'ওনারা জঙ্গি নন। সরকার অবিলম্বে মুক্তি দিক। কাশ্মীরিরা আমাদের ভাই-বোন। তাঁদের একঘরে করা উচিত নয়। আমরা সবাই একসঙ্গে রয়েছি।'


আরও পড়ুন- ‘জান দে দেঙ্গে...’ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে লোকসভায় বিস্ফোরক স্বরাষ্ট্রমন্ত্রী