নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বছরের শুরুতেই প্রিয়জন হারানোর বেদনা। প্রয়াত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সবচেয়ে পুরনো আপ্ত সহায়ক মানিক মজুমদার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিগত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। করোনা হয়েছিল তাঁর। সঙ্গে সেরিব্রাল ও ম্যালেরিয়াও হয়। ভর্তি ছিলেন বেলেঘাটা আইডি-তে। এরপরই এদিন সকালে পৌনে ৯টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিক মজুমদার। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।


হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মালা দিয়ে প্রয়াত মানিক মজুমদারকে শেষ শ্রদ্ধা জানান সাংসদ ড. শান্তনু সেন। শেষ শ্রদ্ধা জানাতে আসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। নিমতলা শ্মশানে শেষকৃত্য হয় মানিক মজুমদারের। উপস্থিত ছিলেন শান্তনু সেন।


আরও পড়ুন, গরু পাচারকাণ্ড : বিনয় মিশ্রের বাজেয়াপ্ত ল্যাপটপ ও ফোনে গুরুত্বপূর্ণ সূত্রের হদিশ