জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: রাত পোহালেই মিছিল। তৃণমূলের ব্রিগেডের আগে ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল, বৃহস্পতিবার কলকাতায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তৃণমূলনেত্রী। সেই মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Abhishek Banerjee: 'বিজেপির ওয়াশিং মেশিন পর্ব চলছে', দলবদলে তাপসকে কটাক্ষ অভিষেকের!


দোরগোড়ায় লোকসভা ভোটে। কেন্দ্রীয় 'বঞ্চনা'র প্রতিবাদে ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল।  নাম, 'জনগর্জন সভা'।  অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হুঁশিয়ারি, 'বাংলার গর্জন কি, তার একটা ট্রেলার বহিরাগত, বাংলা বিরোধীরা ১০ মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে'। 


এদিকে সন্দেশখালিকাণ্ডে পাল্টা সুর  চড়াচ্ছে বিজেপিও। এদিন আরামবাগের সভায় মোদী বলেন, 'মা, মাটি, মানুষ, এই ঢোল যে পেটায়, সেই তৃণমূল সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে দেশ দুঃখিত'। এই প্রেক্ষাপটেই নারী দিবসের প্রাক্কালে পথে নামছেন তৃণমূল নেত্রী। স্লোগান, 'মহিলাদের অধিকার, আমাদের অঙ্গীকার'।


আরও পড়ুন:  Sourav Ganguly: দিদির পর এবার দাদা, নবান্নে মমতার মুখোমুখি মহারাজ! জল্পনা তুঙ্গে



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)