নিজস্ব প্রতিবেদন: পুরভোটে (Municipal Election 2022) 'মানুষের আর্শীবাদ' নিয়ে উত্তরপ্রদেশ রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamat Banerjee)। দমদম বিমানবন্দরে বললেন, 'মানুষের উৎসবের মেজাজে ভোট দিয়েছে। এবার GTA নির্বাচনও করিয়ে দেব'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচনে সবুজ ঝড়। একশো পার করল শাসকদল। ১০২ পুরসভাই গেল তৃণমূলের দখলে। ১ টিতে জয়ী বামেরা, আর ১টিতে জিতেছে অন্যন্যরা। ৩ পুরসভা ত্রিশঙ্কু।


আরও পড়ুন: Municipal Election Results: পুরভোটে বিপুল জয় তৃণমূলের, ওয়ার্ডভিত্তিক ফলে 'প্রধান বিরোধী' নির্দলই!


এদিকে পুরভোটের দিনে কিন্তু কোথাও ভুয়ো ভোটার, তো কোথাও আবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। এমনকী, ভোটের পরের দিন, সোমবার বাংলার ১২ ঘণ্টার বনধও পালন করেছে বিজেপি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'ভোটে অশান্তি নিয়ে মিথ্য়াচার করা হচ্ছে। ৭-৮ বুথে গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলও বড় করে দেখানো হচ্ছে। মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে'। তাঁর কথায়, 'বাংলার মানুষ আমায় আর্শীবাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানাই। আমরা যেন আরও ভদ্র-নম্র-শান্ত হই। দার্জিলিংয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়ার আমি খুশি। এবার GTA নির্বাচনও করিয়ে দেব'।


 



উত্তরপ্রদেশের বিধানসভা ভোট চলছে। শেষ দু'দফায় ভোটের আগে সমাজবাদী পার্টি হয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন কলকাতা থেকে মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসী উড়ে গেলেন তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)