নিজস্ব প্রতিবেদন: দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের অনুষ্ঠানে গিয়েছিলেন, এমন ৫৪ জনকে সনাক্ত করেছে রাজ্য সরকার। তাঁদের মধ্যে ৪০ জন বিদেশের নাগরিক। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, যাঁরা নিজামুদ্দিনে গিয়েছিলেন, তাঁরা সহযোগিতা করছে সরকারকে। কেউ বাকি থাকলে সরকারকে অবগত করুন।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জামাতের অনুষ্ঠান হয়ে উঠেছে করোনার 'হটস্পট'। এরাজ্য থেকে অনেকে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন,''৭১ জনের তালিকা পাঠিয়েছিল। ৫৪ জনকে সনাক্ত করা হয়েছে। তার মধ্যে ৪০ জন বিদেশি। বিদেশ দফতর রাজ্যের হাতে নেই। এই সব তথ্য না দিলে পাই না। সব ধর্মের অনেক লোক আছেন। তথ্য পাওয়ার পর সহযোগিতা পেয়েছি। ৪০ জন বিদেশি মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের নাগরিক। যাঁরা গিয়েছিলেন, তাঁরা সহযোগিতা করছেন। যদি কেউ গিয়ে থাকেন সরকারকে জানান। কোয়েরেন্টাইন সেন্টারে রাখতে পারি। ভয় পাওয়ার কারণ নেই। '' 


তিনি আরও বলেন,''বাঁকুড়া, উত্তর দিনাজপুর জেলা, মগরাহাটের কয়েকজন আছে। আমরা খোঁজ নেব। আশা করি তাঁরাই নিজেরাই জানাবেন। প্যানিক করবেন না। জাতের নামে বজ্জাতি করবেন না। আজকে আরও ৩০জনকে তুলে নেব। মানে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপরেও কেউ থাকলে দেখে নেব।'' 


আরও পড়ুুন- রাজ্যে ৩ জন মারা গিয়েছে, তার মধ্যে একজন নিউমোনিয়ায়: মমতা