নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ইস্তফার পর একের পর এক তৃণমূল (TMC) নেতার হাবভাব বিজেপিমুখী। ভোট আসতে আসতে আরও ভাঙনের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি নেতৃত্ব। এমতাবস্থায় দলকে ইতিবাচক থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, কোর কমিটির বৈঠকে দলনেত্রীর সাফ কথা,'কে রইল, কে গেল তাতে কিছু যায় আসে না। দল অনেক বড়। সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। জয় নিশ্চিত।'         


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলে ভাঙন ধরাতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির (BJP)। নির্বাচনের আগে তৃণমূলের একাধিক বড় নেতাকে দলে টেনে শাসক দলের আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার কৌশল তাদের। এই পরিস্থিতিতে কোর কমিটির বৈঠকে নেতৃত্বকে সদর্থক থাকা ও আশঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বার্তা দেন, নির্বাচনে জেতা নিয়ে দলের মধ্যে কোনও শঙ্কা নেই। তৃণমূলের জয় নিশ্চিত। কে রইল, কে গেল তাতে কিছু যায় আসে না। দল অনেক বড়। যাঁরা যাচ্ছে তাঁরা দলের বোঝা হয়ে দাঁড়িয়েছিল। ভাল হচ্ছে ওঁরা নিজেরাই ছেড়ে দিচ্ছে।      


আগামীতে দলকে একজোট হয়ে লড়াইয়ের বার্তাও দেন মমতা। সূত্রের খবর, তিনি বলেছেন,'সবাই মিলে নির্বাচনে ঝাঁপাতে হবে। ১০ বছরে পশ্চিমবঙ্গে যে উন্নয়ন হয়েছে, তা অন্য রাজ্যে হয়নি। দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। মানুষ আমাদের সঙ্গেই আছে। ভয় পাওয়ার কারণ নেই।'


আরও পড়ুন- দিকে দিকে তৃণমূল ছাড়ার হিড়িক! বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে বড়সড় ভাঙন