নিজস্ব প্রতিবেদন : তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু তাই বলে তিনি কোনও হাইক্লাস বা হাইপ্রোফাইল সোসাইটিতে থাকেন না। তিনি 'গরিব পাড়া'য় থাকেন। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে করোনার সংক্রমণ নিয়ে কথা প্রসঙ্গে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমার পাড়া গরিব পাড়া। আমার পাড়ায় সব ধরনের লোক থাকেন। গরিব, বড়লোক।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু হঠাৎ 'গরিব পাড়া', 'গরিব, বড়লোক' থাকা প্রসঙ্গ কেন? আসলে আনলক পর্ব শুরু হওয়ার তৃতীয় দিনে সাংবাদিক বৈঠকে এসে রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। অনেকেই দাবি করেছেন, আনলক শুরু হওয়ার সমস্যা আরও বাড়বে। পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ মানুষ এখন আরও বেশি মাত্রায় রাস্তায় বেরবে।


এরই জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, "আমার পাড়ায় তো অনেকের করোনা হয়েছে। তাই বলে যদি কেউ ভাবেন, আমি কেনও বেরোচ্ছি! তাহলে কি আমি কাজ না করে বাড়ি বসে থাকব? আমায় তো বেরোতেই হবে।" এরপরই তিনি বলেন, "আমার পাড়া গরিব পাড়া। আমার পাড়ায় সব ধরনের লোক থাকেন। গরিব, বড়লোক।"


উল্লেখ্য, ৪ দফার লকডাউন কাটিয়ে পঞ্চম দফা থেকে শুরু হয়েছে আনলক হওয়ার প্রক্রিয়া। ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলছে সরকারি অফিসগুলি। বেসরকারি অফিসগুলিও খুলেছে। বৃহস্পতিবার থেকে রাস্তায় নামছে সব বাস। সরকারি বাসের সঙ্গে বেসরকারি বাস, মিনিবাসও এবার রাস্তায় নামছে। করোনা সতর্কতা বিধি মাথায় রেখে এবার ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চ্যালেঞ্জ।


আরও পড়ুন, গাড়ি নেই, অফিস ঢুকতে 'লেট'? সরকারি কর্মীদের স্বস্তি দিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর


আরও পড়ুন, 'প্রচেষ্টা'য় টাকা পেয়েছেন রাজ্যের দেড় লাখের বেশি মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর