নিজস্ব প্রতিবেদন : আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন করেছেন প্রধানমন্ত্রী মোদী। রাজনৈতিক ফায়দা তুলতেই প্রচারসর্বস্ব মোদীর আজকের ঘোষণা। এঘটনা আদর্শ নির্বাচন বিধি ভঙ্গের উদাহরণ। এই অভিযোগে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও, ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যান্টি সাটেলাইট মিসাইল দিয়ে মহাকাশে অব্যবহৃত উপগ্রহ গুঁড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মোদী ঘোষণা করেন, লো আর্থ অরবিটে থাকা একটি অব্যবহৃট উপগ্রহ গুঁড়িয়ে দিয়েছে ভারতের A-Sat ক্ষেপণাস্ত্র। 'মিশন শক্তি' নামক অপারেশনটি মাত্র ৩ মিনিটেই সম্পন্ন হয়েছে।


আরও পড়ুন, তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির মুখে বিজেপি নেতাদের 'গুণগান'!


ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নিঃসন্দেহে এঘটনা একটা বড় সাফল্য। কিন্তু ভোটের আগে প্রধানমন্ত্রী মোদীর নিজের এভাবে ঘোষণা করা 'নাটক' ছাড়া আর কিছুই নয় বলে টুইটে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।