নিজস্ব প্রতিবেদন:  তৃতীয়বার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শপথ গ্রহণের পরেই মমতা বললেন, 'কোভিড মোকাবিলায় পদক্ষেপ করাই আমাদের প্রথম কাজ। রাজনৈতিক হিংসা বন্ধ করা দ্বিতীয় কাজ'।  রাজনৈতিক দলগুলিকে মুখ্যমন্ত্রীর বার্তা, 'শান্তি বজায় রাখুন। বাংলায় অশান্তি চাই না। কেউ যেন প্রতিহিংসাপরায়ণ আচরণ না করেন। হিংসা ছড়ালে কাউকে রেয়াত করা হবে না'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘড়িতে তখন  কাটায় কাটায় ১০.৪৫। জাতীয় সঙ্গীত বেজে উঠল রাজভবনের থ্রোন হলে। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গেলেন রাজ্যপালের স্ত্রীও। ততক্ষণে শপথ পাঠের বয়ানের প্রতিলিপি ভাবী মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন আধিকারিকরা। এরপর বাংলার মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল।


আরও পড়ুন: 'বাংলায় আগুন জ্বলছে, দয়া করে হিংসা থামান', উদ্বেগ প্রকাশ Mithun Chakraborty এর


এদিন শপথ নেওয়ার পর বোন সম্বোধনে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানান রাজ্যপাল। বলেন, 'আমরা গভীর সংকটে আছি। সবার আগে দরকার রাজনৈতিক হিংসা বন্ধ করা। আশা করি, মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ করবেন'। রাজভবনে চা-চক্র যোগ দেওয়ার পর সোজা নবান্নে উদ্দেশ্য রওনা দেন মুখ্য়মন্ত্রী। রাজ্যের প্রশাসনিক ভবনে প্রবেশের পথে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে।


প্রসঙ্গত, এদিন রাজভবন মুখ্যমন্ত্রী পদে একাই শপথ নিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন পরে। রাজনৈতিক কারবারীদের মতে, রাজ্যে আগে এমনটা কখনও হয়নি।