'বাংলায় আগুন জ্বলছে, দয়া করে হিংসা থামান', উদ্বেগ প্রকাশ Mithun Chakraborty এর

ভোট মিটলেও রাজ্যে অব্যাহত হিংসা

Updated By: May 5, 2021, 08:14 AM IST
'বাংলায় আগুন জ্বলছে, দয়া করে হিংসা থামান', উদ্বেগ প্রকাশ Mithun Chakraborty এর

নিজস্ব প্রতিবেদন: ভোটের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু ভোট পরবর্তি হিংসা অব্যাহত। কোথাও বিজেপি (BJP), কোথাও আবার তৃণমূল (TMC) কর্মী-সমর্থক, ভোটের পরেও খুন, বোমাবাজি, মারধরের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভোট পরবর্তি হিংসা থামাতে অনুরোধ করে এবার টুইট করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা লেখেন, ' ভোটের পরেও বাংলায় হিংসার আগুন জ্বলছে। দয়া করে এই হিংসা বন্ধ করুন। মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাঁদের পরিবারের কথা ভেবে এই হিংসা বন্ধ করুন।'

আরও পড়ুন: নানুরে BJP-র পোলিং এজেন্টকে ধর্ষণের খবর পুরোটাই ভুয়ো, সাফ জানালেন বীরভূমের SP

 

 

উল্লেখ্য, বুধবার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের  দিনই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে হেস্টিংসের কার্যালয়ের সামনে বিজেপি সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ধরনায় বসবেন। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভোট পরবর্তি হিংসায় তাঁদের কর্মী-সমর্থকদের মিলিয়ে মোট ৬ জন মারা গিয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা ছিল বলেও দাবি। এই পরিস্থিতিতে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন তাঁরা। যদিও অভিযোগকে গুরুত্ব দেয়নি তৃণমূল।

.