নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে শহিদ দিবস পালন নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বছরের মতো এবারও ২১ জুলাই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের দরুন এই সিদ্ধান্ত বলে টুইটারে জানিয়েছেন মমতা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২১ জুলাইয়ে ইতিহাস মনে করিয়ে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইটারে লেখেন,'প্রতিবছর ২১ জুলাই শহিদ দিবসে ১৩ জন যোদ্ধাকে স্মরণ করি। ১৯৯৩ সালে তাঁদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। প্রতিবছর তাঁদের আত্মত্যাগের সম্মানার্থে এই দিনটি পালন করি।'



তৃতীয়বার জিতে আসার পর প্রথম ২১ জুলাই ভার্চুয়ালি পালন করতে চলেছেন মমতা (Mamata Banerjee)। তাঁর টুইট,'বাংলার মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বিপুল ও ঐতিহাসিক জয় পেয়ে ক্ষমতায় ফিরেছি। অতিমারির বিধিনিষেধ থাকায় ২১ জুলাই দুপুর দুটোয় আমার ভাই-বোনদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেব।'  
        



বিপুল আসন নিয়ে ফেরার পর বিজয় উদযাপন করতে দলকে বারণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে কোথাও বিজয়োল্লাস পালন করেনি তৃণমূল। তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ব্রিগেডে জয় উদযাপন করা হবে।       


আরও পড়ুনএকুশের 'খেলা হবে' এবার দিবস, পালিত হবে রাজ্যজুড়ে, ঘোষণা Mamata-র