জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনধান্যে স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সম্মেলনে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। রাজ্যের পড়ুয়াদের জন্য ঘোষণা ২-২টি স্কিমের। যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এসসি-এসটি পড়ুয়াদের জন্য এই যোগ্যশ্রী প্রকল্প। বিভিন্ন সরকারি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং (JEE ও WBJEE), ডাক্তারি (NEET) প্রবেশিকার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ব্যবস্থা। একইসঙ্গে এদিন রাজ্যের তরফে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Justice Abhijit Ganguly: 'একদিন চেম্বারে এসেছিলেন, বন্ধুত্ব হয়েছে', কুণাল প্রশ্নে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


এদিনই নিজের কলেজ জীবনের কথা মনে করে কিছুটা বিহ্বল হয়ে পড়েন মুখ্য়মন্ত্রী। মমতা বলেন, 'আমার মনে আছে আমি যখন কলেজে ভর্তি হই, বাবা মারা গেছেন। মায়ের কাছে চাইতে পারছি না। গলায় একটা মটর মালার হার ছিল। সেটাকে বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলাম। আমাদের সময় এসব সুযোগ ছিল না। এই ঘটনাগুলোই মনে রেখেছি। গরীব হয়ে জন্মানোটা অপরাধ নয়। তাঁকে মানুষ করে তোলাটাই কাজ।' 


সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রতি জেলায় ২টো করে মোট ৪৬টি সেন্টার তৈরি করা হবে। একইসঙ্গে এদিন রাজ্যের তরফে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এদিন এসসি-এসটি স্কুলের হস্টেলে পড়ুয়াদের পড়াশোনা ও খাওয়াদাওয়ার জন্য বরাদ্দ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করার কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি, তিনি জানান, ওবিসি পড়ুয়াদের জন্য রাজ্যের মেধাশ্রী প্রকল্প রয়েছে। ২ লাখ ৫৪ হাজার ওবিসি পড়য়া ইতিমধ্যেই মেধাশ্রী পেয়েছেন। এবছর আরও ২ লাখ ৭৭ হাজার ওবিসি পড়ুয়া এই স্কলারশিপ পাবে। 


মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'ইনটার্নশিপ স্কিম আজ থেকেই শুরু হল। আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণ ঠিক মতো নিতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজে ও বিশ্ববিদ্যালয়ে যারা পড়বে তাদের এটা দেওয়া হবে।



আরও পড়ুন, Sandeshkhali incident: ৭২ ঘণ্টা পেরিয়েও ফেরার শাহজাহান, সন্দেশখালি কাণ্ডে ফের কড়া রাজ্যপাল!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)