নিজস্ব প্রতিবেদন: করোনা সচেতনায় কবিতা লিখেছিলেন আগে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন গান। গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। সুর দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীই। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছেন, লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ব্যাহত হবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'স্তব্ধ করো। জব্দ করো। করোনাকে ভয় পেয়ো না। করোনাকে ছুঁতে দেব না। ভিড় থেকে সব্বাই দূরে থাকো।' -  করোনার মোকাবিলায় রাজ্যবাসীকে সচেতন করতে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীই সুর দিয়েছেন। গেয়েছেন ইন্দ্রনীল সেন। শুনুন সেই গান-



এর আগে 'করোনা' শীর্ষক কবিতায় মমতা লিখেছেন, 


আতঙ্কিত!
আতঙ্কতঙ্কে
সামাজিক জগত।
করোনা কারও নয়,
সীমান্ত প্রাচীরে।
রোগটা নাকি বড্ড ভারী!
'আমদানি' চলছে-
দেশে-বিদেশে।
গরীব মানুষগুলো
সমাজে খুব সচেতন।
কিন্তু যাদের সচেতনতা
এ সমাজকে আক্রান্ত করার
হাত থেকে বাঁচাতে পারতো,
তারা কি সচেতন? 
না, সব জেনেও
'যাক না জগতটা উচ্ছন্নে'-  
এই ভাব কিছু দামীদের। 
নিজের ভালো ছাড়া
আর কিছু বোঝে না যারা।
ইবোলা-এবেলা-মার্স-সার্স
ডেঙ্গু-সোয়াইন ফ্লু!
সব হয়ে গেছে
কমজোরি-
করোনা করেছে গাঁ-উজাড়ি
ওটা নাকি বড্ড ভারী। 



এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''রাজ্যকে বিপুল ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। ভাঁড়ার প্রায় শূন্য। ব্যবসা বন্ধ। দোকানপাট বন্ধ। লোকের হাতে পয়সা নেই। কী করব? আমরা একটা রাজ্য আপত্কালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড- আইসিআইসি ০০০৬২৮০। এছাড়া লগ করতে পারেন wb.gov.in-এ।'' এর পাশাপাশি থাকছে একটি মোবাইল নম্বরও। যোগাযোগ করুন সঞ্জয় বনশল- ৯০৫১০২২০০০। এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও দিতে পারেন। 


আরও পড়ুন- গতকাল রাজ্যে করোনা উপসর্গ নিয়ে ভর্তি ১৫, আজ বেড়ে হল ৯৭