নিজস্ব প্রতিবেদন : অবশেষে মিটল জমির সমস্যা। যার ফলে লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর নিয়ে জটিলতা এবার  কাটতে চলেছে। ১৮৩৯ কিমি দীর্ঘ এই ফ্রেট করিডর দিয়ে পণ্যবাহী মালগাড়ি চলাচলের কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই ফ্রেট করিডর হওয়ার কথা। পশ্চিমবঙ্গের উপর দিয়ে ২০৩ কিলোমিটার রেলপথ যাবে। এরজন্য হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় জমি অধিগ্রহণ করতে হবে। এতদিন সেই জমি অধিগ্রহণে সমস্যা হচ্ছিল। তাই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করতে বাধ্য হন।


মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূমি ও ভূমি সংস্কার দফতর জমি চিহ্নিত করেছে। ঠিক হয়েছে দেড়গুণ দাম দিয়ে জমির মালিকদের থেকে জমি কেনা হবে। লুধিয়ানা থেকে শোননগর পর্যন্ত কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই কাজ আগামী বছর ডিসেম্বর মাসে শেষ হবে।


আরও পড়ুন, দোলের দিন শান্তিনিকেতনে আর বসন্ত উৎসব নয়! সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের


নবান্ন সূত্রে খবর, এবার জমি পাওয়ার পর পশ্চিমবঙ্গে PPP মডেলে কাজ শুরু হবে। ৯০ শতাংশ জমি হাতে পেলেই টেন্ডার ডাকা হবে। যে ৩ জেলার উপর দিয়ে ফ্রেট করিডর যাবে, সেই হুগলি-পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকদের নিয়ে একটি কমিটি গঠনও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।