আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীর আরাধনায় মেতেছেন রাজ্যবাসী। বারোয়ারি প্যান্ডেলের পাশাপাশি বাড়িতে বাড়িতেও চলছে লক্ষ্মী  আরাধনার প্রস্তুতি। তবে ফুল, ফল থেকে শুরু করে সবজি। সবকিছুরই দাম চড়া হওয়ায় বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সবে দুর্গাপুজো গিয়েছে। খরচও হয়েছে বেশ। এই পরিস্থিতিতে মাসের শেষে লক্ষ্মীপুজো, মাথা ব্যথা বাড়িয়েছে মধ্যবিত্তদের। অগ্নিমূল্য বাজারদর৷


এবার এক নজরে দেখে নিন বাজার দরগুলি............
আপেল ১০০-১২০টাকা কিলো, মুসাম্বি ১০-১২ টাকা জোড়া, কলা ৮৫ টাকা প্রতি ডজন, পানিফল ৫০টাকা কিলো, পেয়ারা ৬০-৮০ টাকা কিলো এবং ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে নারকেল।


ফলের বাজার দরের পাশাপাশি আকাশছোঁয়া দাম ডালের। মুগ ডাল ১৩০-১৫০ টাকা, মুসুর ডাল ১২০টাকা, বিউলির ডাল ১৫০টাকা এবং ১৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে অরহর ডাল।


বাজার আগুন হওয়ার ফলে রীতিমত নাজেহাল বাঙালি। কিন্তু ধনদেবীকে তুষ্ট করার জন্য আপাতত দরের দিকে মাথা না ঘামিয়ে অবাধে চলছে কেনা বেচা।