আলো ফুটতেই ভক্তের ঢল দক্ষিণ্বেশ্বর মন্দিরে
পঞ্জিকা মতে কালী পুজো রাতে। তবে ভোরের আলো ফুটতেই ভক্তের ঢল দক্ষিণ্বেশ্বর মন্দিরে। এবছর দক্ষিণেশ্বর মন্দিরের কালী পুজোর একশ বাষট্টি তম বছর।
ওয়েব ডেস্ক : পঞ্জিকা মতে কালী পুজো রাতে। তবে ভোরের আলো ফুটতেই ভক্তের ঢল দক্ষিণ্বেশ্বর মন্দিরে। এবছর দক্ষিণেশ্বর মন্দিরের কালী পুজোর একশ বাষট্টি তম বছর।
দেবী এখানে পূজিত হন ভবতারিণী রূপে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরেরই পূজারী ছিলেন। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে সারদা দেবী, স্বামী বিবেকানন্দের অজস্র স্মৃতি। তাই একই সঙ্গে ভক্ত আর ভগবানের টানে এখানে হাজার মানুষের ভিড়।
আরও পড়ুন, আজ আলোর উত্সবে মেতে উঠতে তৈরি গোটা রাজ্য