ওয়েব ডেস্ক: নিম্নচাপের জেরে টানা চব্বিশ ঘণ্টা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। থামার কোনও লক্ষণই ছিল না। অবিরাম ধারায় বৃষ্টি ঝড়ে পড়েছে। তবুও, এখনও শহর কলকাতা জলমগ্ন হয়নি। মেয়র জানিয়েছেন, অতিবৃষ্টিতে জল জমলেও, তাড়াতাড়ি তা নামিয়ে দেওয়ার জন্য পুরসভা প্রস্তুত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক


গত বুধবারের মতো দুর্যোগ অবশ্য হয়নি। তা সত্ত্বেও কলকাতায় কয়েকটি বেশ কয়েকটি গাছ পড়েছে। তার মধ্যে আবার তিনটি গাছ পড়েছে পুরসভার সদর দফতরের কাছেই। মেয়র জানিয়েছেন,  খুব তাড়াতাড়ি গোড়া দুর্বল হয়ে যাওয়া গাছগুলি চিহ্নিত করে কেটে ফেলবে পুরসভা।সেক্ষেত্রে এই সমস্যা থেকে মুক্তি দেওয়া যাবে শহরবাসীকে।


আরও পড়ুন  রিওতে নিজের জেতা পদক ছুঁড়ে দিলেন সিমোন বাইলস!