রিওতে নিজের জেতা পদক ছুঁড়ে দিলেন সিমোন বাইলস!

সত্যিই অলিম্পিকের মঞ্চে কত কী যে দেখা যায়! তাঁর ঝুলিতে প্রচুর মেডেল। তেমনই একটি পদক নিজের দেশের পুরুষ জিমন্যাস্ট দলের দিকে ছুঁড়ে দিলেন সিমোন বাইলস। রিও অলিম্পিকের সোনাজয়ী মার্কিন জিমন্যাস্টকে দেখতে মারাকানা স্টেডিয়ামের বাইরের গেটে অপেক্ষা করছিলেন পুরুষ জিমন্যাস্ট দলের কয়েকজন সদস্য ।

Updated By: Aug 22, 2016, 01:00 PM IST
রিওতে নিজের জেতা পদক ছুঁড়ে দিলেন সিমোন বাইলস!

ওয়েব ডেস্ক: সত্যিই অলিম্পিকের মঞ্চে কত কী যে দেখা যায়! তাঁর ঝুলিতে প্রচুর মেডেল। তেমনই একটি পদক নিজের দেশের পুরুষ জিমন্যাস্ট দলের দিকে ছুঁড়ে দিলেন সিমোন বাইলস। রিও অলিম্পিকের সোনাজয়ী মার্কিন জিমন্যাস্টকে দেখতে মারাকানা স্টেডিয়ামের বাইরের গেটে অপেক্ষা করছিলেন পুরুষ জিমন্যাস্ট দলের কয়েকজন সদস্য ।

আরও পড়ুন অলিম্পিকের জন্যই আজ চোখের কোণে জল চিকচিক

তাঁদের অনেকেই এবার রিও অলিম্পিকে পদক পাননি। তা লক্ষ্য করেই পদক ছুঁড়ে দেন বাইলস। বলেন, তাঁর হয়ে পদকটির যত্ন নিতে। একটা অলিম্পিকের পদক জেতার জন্য যেখানে গোটা বিশ্বের খেলোয়াড়রা প্রাণপাত করে ফেলেন চারটে বছর ধরে, সেখানে এমন ব্যবহার খানিকটা দৃষ্টান্তমূলক তো বটেই।

আরও পড়ুন  গোটা আগরতলা আজ সারাদিন দীপাময়

 

.