Metro Rail: বড়দিন-বর্ষবরণের রাতে ভিড় সামলাতে কড়া নিরাপত্তা, অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে মেট্রোরেল
ড়দিন ও নববর্ষে কোভিড প্রটোকল কড়া ভাবে মেনে চলতে যাত্রীদের অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদন: বড়দিন ও নববর্ষের রাতে যাত্রীর চাপ বাড়বে অনেকখানি। সেদিকে লক্ষ্য রেখে পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে নিরাপত্তা জোরদার করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ভিড় সামাল দিতে আগামী ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।
মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে ওইসব স্টেশনে মোতায়েন করা হবে আরপিএফের মহিলা কনস্টেবল। মোতায়েন থাকবে একটি স্পেশাল টিম। ওই টিম থাকবেন একজন সাব ইনস্পেক্টর বা অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইনসপেক্টর, ৪ জন জওয়ান। এদের মদ্যে দুজন মহিলা। ওই টিমটি পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে থাকবে সকাল এগারোটা থেকে শেষ মেট্রো পর্যন্ত। যে কোনও অবস্থা মোকাবিলায় কাজ করবে এই টিম।
আরও পড়ুন-রুদ্ধশ্বাস ম্যাচে Pakistan-কে বধ করে ব্রোঞ্জ জিতল Team India
ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিটে মোতায়েন করা হবে এক অফিসার-সহ ৪ জওয়ানকে নিয়ে একটি টিম। এই স্টেশনকে গুরুত্ব দিয়ে মোতায়েন করা হবে অতিরিক্ত বাহিনী।
এছাড়াও বড়দিন ও নববর্ষে কোভিড প্রটোকল কড়া ভাবে মেনে চলতে যাত্রীদের অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ।