নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসে নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। স্বাধীনতা দিবস উপলক্ষে মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে কলকাতা পুলিসের তরফে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকেই মেট্রোর ২৩টি স্টেশনে বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে। বুধবার অর্থাৎ ১৫ আগস্ট রাত পর্যন্ত থাকবে এই ব্যবস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দেখে নেওয়া যাক মেট্রো স্টেশনগুলিতে কী কী সতর্কতামূলক পুলিসি ব্যবস্থা নেওয়া হয়েছে-


*মোট ২৩টি স্টেশনের মধ্যে ২০ জন মেট্রো রেলের পুলিস অফিসার থাকবেন।


*৫টি স্টেশনে ১৫ জন রিজার্ভ ফোর্সের অফিসার থাকবেন।


* ৪টি স্টেশনে ১৩ জন ট্রাফিক পুলিসের কর্মীরা নিযুক্ত থাকবেন।


* ২টি স্টেশনে সিকিউরিটি কন্ট্রোলের ২ জন অফিসার নিযুক্ত থাকবেন।


* ১টি স্টেশনে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ১জন অফিসার থাকবেন।


* প্রত্যেকটি স্টেশনেই ডিভিশনাল অফিসাররা থাকবেন।


আরও পড়ুন: নজরে স্বাস্থ্য! চলতি সপ্তাহে একইসঙ্গে বন্ধ থাকবে শহরের ৩ সেতু


লালবাজার সূত্রে জানা গিয়েছে, যে স্টেশনগুলি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত বা যেখানে স্টেশন লাগোয়া ভিভিআইপিদের বাসস্থান রয়েছে সেখানে কড়া পুলিসি ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের কাছেই মুখ্যমন্ত্রীর বাড়ির। তাই এই মেট্রো স্টেশনে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।