নজরে স্বাস্থ্য! চলতি সপ্তাহে একইসঙ্গে বন্ধ থাকবে শহরের ৩ সেতু
চলতি সপ্তাহে শহরের উত্তর থেকে দক্ষিণে তিনটি উড়ালপুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকবে। ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।
নিজস্ব প্রতিবেদন: স্বাস্থ্যপরীক্ষা ও মেরামতির কারণে চলতি সপ্তাহে শহরের উত্তর থেকে দক্ষিণে তিনটি উড়ালপুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকবে। ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের।
সোমবার রাত থেকেই বাঘাযতীন উড়ালপুলের রুবিগামী র্যম্প বন্ধ করে দেওয়া হয়েছে। এক দিক দিয়ে চলছে দু’দিকের গাড়ি। এছাড়াও সেতুর নীচ দিয়ে ছোট গড়ি চলবে। তবে সেখানে বাঘাযতীন স্টেশনের রেল গেট থাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
বাংলায় দুর্গাপুজো বন্ধ করার চক্রান্ত করছে কেন্দ্র! পুজোকমিটিগুলিকে আয়কর নোটিসের প্রতিবাদে তৃণমূল
১৫ অগাস্ট থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। একইভাবে ১৫ অগাস্ট থেকে চার দিনের জন্য বন্ধ থাকবে প্রিন্স আনোয়ার শাহ বাইপাস কানেক্টরের জীবনানন্দ সেতু।
অর্থাৎ ১৫ থেকে ১৮, এই ৪ দিন উত্তর ও দক্ষিণের ৩টি উড়ালপুল একসঙ্গে বন্ধ থাকবে। প্রভাব পড়বে যাদবপুর, সন্তোষপুর, রুবি, গড়িয়াহাট, দেশপ্রিয়, রাসবিহারী, গড়িয়া, বৈষ্ণবঘাটা, পাটুলি, টালিগঞ্জ, মৌলালি, এন্টালি, ধর্মতলা, রাজাবাজার, শ্যামবাজার, মানিকতলা, বেলেঘাটা, পার্কসার্কাস-সহ কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায়।