Ration Scam | Jyotipriya Mallick: বিধ্বস্ত চেহারা, `কী হবে রে`? কোর্টে ঢুকে প্রশ্ন বালুর...
২১ ঘণ্টার ম্যারাথান জেরা। রেশন দুর্নীতিকাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ধৃতকে ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।
অর্ণবাংশু নিয়োগী: ২১ ঘণ্টার ম্যারাথন জেরা, শেষে গ্রেফতার। এলোমেলো চুল। পরনে সবুজ সুতির জামা আর সাদা পাজামা। পুলিসি ঘেরাটোপে কোর্টে ঢোকেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
ঘড়িতে তখন ৬টা ১০। বৃহস্পতিবার ভোরে সল্টলেকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। এরপর যখন গ্রেফতার করা হয় মন্ত্রীকে, তখন রাতের প্রায় শেষের মুখে।
ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের সঙ্গে হাজির মেয়ে-ও। এদিন ভিড়ের মাঝে সাবধানী পেয়ে বিচারক তনুময় কর্মকারের এজলাসে আসেন জ্যোতিপ্রিয়। চোখ ঘুরছে চারিদিকে। রীতিমতো বিধ্বস্ত চেহারা। বিচারকের দিকে চেয়ে দাঁড়িয়েছিলেন সদ্য গ্রেফতার হওয়া মন্ত্রী। বিচারকের প্রশ্নের উত্তরও দেন দাঁড়িয়ে। এরপর বসেন চেয়ারে।
পাশের চেয়ারে তৃণমূল কাউন্সিলর, আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়। একটি হাত গালে, আর হাতে চশমা। দু'পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শুনছিলেন 'বালু'। তার ফাঁকে মাঝে চোখ চলে যাচ্ছিল ইডি-র রিমান্ড কপিতে। বৈশ্বানরের কাছে জানতে চাইলেন, 'কি হবে রে'? জবাব এল, 'একটা ডেট দেবে। এই কোর্টে তেমন কিছু হবে না। এক্তিয়ার নেই। রেগুলার বেঞ্চে বা আপার বেঞ্চে যা হবে'।
এদিকে শুনানি তখনও শেষ হয়নি। চেয়ার ছেড়ে উঠে পড়লেন মন্ত্রী। নিজেই বিচারককে জানালেন, 'আমি ডায়াবেটিক রোগী। বাড়ির খাবার হলে কোনও সমস্যা নেই। তিন বেলা খাবার খেতে হয়। পা ফুলে গিয়েছে। হাঁটতে হয় আমাকে। আমাকে ১০ হাজার স্টেপ নিতে হবে'। বিচারক বললেন, 'তাহলে আপনার স্মার্টওয়াচ লাগবে'। এর কয়েক মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। এখন তিনি ভর্তি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।
আরও পড়ুন: Train: ৩ ঘণ্টা পার, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)