Train: ৩ ঘণ্টা পার, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল!
ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন।
প্রসেনজিৎ সরদার: ফের রেলপথে ভোগান্তি। ছিঁড়ে পড়েছে ওভারহেড তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় আপাতত বন্ধ ট্রেন চলাচল। বিপাকে যাত্রীরা।
কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার...শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটে চলে লোকাল ট্রেন। শুধু তাই নয়, সেই ট্রেন কখনও খালি যায় না। কম-বেশি ভিড় থাকে দিনভরই।
রেল সূত্রে খবর, এদিন বিকেল গড়িয়া ও নিউ গড়িয়া স্টেশনে আচমকাই ছিঁড়ে পড়ে ওভারহেড তার। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শেষ খবর অনুয়ায়ী, এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। আপ ও ডাউন লাইনে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনগুলি।
আরও পড়ুন: Governor CV Ananda Bose: 'কেন ফলকে অনুপস্থিত রবীন্দ্রনাথ'? উপাচার্যের কাছে কৈফিয়ত তলব রাজ্য়পালের
এর আগে, ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল কাটোয়া-ব্যান্ডেল শাখায়। সেবার রাতে ব্য়ান্ডেল ও বাঁশবেড়িয়া স্টেশনের কাছে ছিঁড়ে পড়ে ট্রেনের ওভার তার। সঙ্গে সঙ্গে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় রেললাইন। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)