নিজস্ব প্রতিবেদন: ফের রাজ্যে আসছেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। ৪ দিনের সফরে শহরে পা রাখতে চলেছেন তিনি। আর প্রথমবার বিজেপির সাংগঠনিক রিপোর্ট নিতে নেবেন ভাগবত। ডেকে পাঠানো হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংগঠনিক সভাপতি সুব্রত চট্টোপাধ্যায়-সহ বিজেপির সাধারণ সম্পাদকদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ সালের বিধানসভায় রাজ্যে সরকার গড়ার সম্ভাবনা দেখতে পেয়েছে আরএসএস। আর সে কারণে এবার পশ্চিমবঙ্গ গুরুত্ব দিচ্ছেন সরসঙ্ঘচালক। লোকসভা ভোটের পর দু'দফায় পশ্চিমবঙ্গে এসেছেন মোহন ভাগবত। তৃতীয় দফায় আসছেন ১৯ সেপ্টেম্বর। রাজ্যে থাকবেন ৪ দিন। আরএসএস সূত্রে খবর, ১৯ ও ২০ সেপ্টেম্বর কলকাতায় একাধিক কর্মসূচি রয়েছে ভাগবতের। ২১-২২ সেপ্টেম্বর উলুবেড়িয়ায় আরএসএসের একটি প্রশিক্ষণ শিবিরে বিজেপির সঙ্গে সমণ্বয় বৈঠক করবেন সরসঙ্ঘচালক। ভাগবতের সঙ্গে বৈঠকের জন্য তলব করা হয়েছে বিজেপির ১০ জন রাজ্য নেতাকে। রয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়-সহ বাকি সাধারণ সম্পাদকরা। ওই প্রশিক্ষণ শিবিরে টানা ২দিন থাকবেন বিজেপি নেতারা ২৩ সেপ্টেম্বর তার দিল্লি ফিরে যাওয়ার কথা ভাগবতের।              



অগাষ্ট দু’বার শহরে এসেছিলেন মোহন ভাগবত। সংগঠনের কাজকর্ম সরেজমিনে দেখতেই তাঁর ঘনঘন রাজ্য সফর বলে আরএসএস সূত্রে খবর। আর এতে স্পষ্ট, বাংলা দখলই এখন সঙ্ঘ পরিবারের কাছে পাখির চোখ। আর সে কারণে বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও বিজেপির রাজ্য সভপতি দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করবেন মোহন ভাগবত। তাঁদের কাছ থেকে নেবেন সাংগঠনিক রিপোর্ট। আরএসএসের দক্ষিণবঙ্গের সম্পাদক জিষ্ণু বসু বলেন,"এটা মোহন ভাগবতের রুটিন সফর। রাজ্যে ৪ দিন থাকবেন। দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আরএসএসের কাজের রিপোর্ট নিতেই তাঁর রাজ্য সফর।''


রাজ্য বিজেপির সংগঠনে রদবদলের সম্ভাবনা রয়েছে। দিলীপ ঘোষই জানিয়েছিলেন, আমূল বদল হবে সংগঠনে। এখনও পর্যন্ত রাজ্যে বিজেপির সংগঠনে ততটা নজর দেয়নি আরএসএস। কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বলে মনে করছে সঙ্ঘ পরিবার। এমতাবস্থায় সংগঠনের ঝাড়াই-বাছাইয়ে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে আরএসএস, মত ওয়াকিবহাল মহলের একাংশের। গত রাজ্য সফরে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে মোহন ভাগবত বলেছিলেন, রাজ্যে তৃণমূল বিরোধিতাই হাতিয়ার বিজেপির। বিকল্প নীতি নেই। যা বাস্তবসম্মত বলেই মনে করছেন অনেকে। রাজনৈতিক মহলের মতে, বিজেপি সংগঠনকে পোক্ত করতে আরও বেশি নজর দিতে চলেছে সঙ্ঘ পরিবার। 


আরও পড়ুন- ভারতের ভয়ে সফর বাতিল করেছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা: পাক মন্ত্রী ফাওয়াদ হুসেন