চলন্ত ট্রেনের মহিলা কামরায় `শ্লীলতাহানি`, ফেসবুক লাইভে অভিযুক্তের পর্দা ফাঁস
এই ঘটনা ফের একবার ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল।
নিজস্ব প্রতিবেদন: এবার চলন্ত ট্রেনের মহিলা কামরায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। শান্তিপুরের ফুলিয়া থেকে শিয়ালদহ (Sealdah Rail Station) ফেরার সময় ঘটনাটি ঘটে। ওই সময় ফেসবুক লাইভ (Facebook Live) করেন ওই মহিলা। সেখানেই অভিযুক্তের ছবি ধরা পড়়ে যায়। এরপর শিয়ালদহ (Sealdah Rail Station) পৌঁছে জিআরপিতে (GRP) অভিযোগ দায়ের করেন মহিলা। দোষীর শাস্তি চান তিনি। গোটা ঘটনা ফের একবার ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিল।
জানা গিয়েছে, বেহালার বাসিন্দা, অভিযোগকারী মহিলার বয়স ২৪ বছর। শুক্রবার ব্যক্তিগত কাজে শান্তিপুরের ফুলিয়ায় গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার ডাউন শিয়ালদহ লোকাল ধরে ফিরছিলেন। মহিলা কামরায় ওঠেন তিনি। ক্লান্ত থাকার ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়েন। তাঁর অভিযোগ, হঠাৎ একটি অস্বস্তিকর স্পর্শে ঘুম ভেঙে যায়। তিনি দেখেন কেউ তাঁর শরীরে বাজে ভাবে হাত দিচ্ছে। তাকিয়ে দেখেন ফাঁকা মহিলা কামরায় একজন ব্যক্তি তাঁর গায়ে হাত দিচ্ছে। মহিলার অভিযোগ, বাধা দিলে মারধর করে ওই ব্যক্তি। তাঁর কাছে টাকা চায়। সোনার চেন রয়েছে কিনা গলায় হাত দিয়ে তা দেখতে চায় অভিযুক্ত।
এরপর বুদ্ধি খাটিয়ে ফেসবুক লাইভ (Facebook Live) করতে শুরু করেন মহিলা। তাতে কিছুটা পিছু হটে অভিযুক্ত। পাশাপাশি, ফেসবুক লাইভে অভিযুক্তের ছবিও প্রকাশ্যে চলে আসে। মহিলা জানান, ট্রেনের চেন টানলে সেটাও কোনও কাজে আসেনি। শেষে শিয়ালদহ (Sealdah Rail Station) আসতেই পালিয়ে যায় অভিযুক্ত। অসহায় মহিলা কোনরকমে ট্রেন থেকে নেমে শিয়ালদহ (Sealdah Rail Station) জিআরপিতে (GRP) গিয়ে অভিযোগ জানান।
আরও পড়ুন: Tiljala: সাতসকালেই ফুটপাতে ভারী কিছু পড়ার শব্দ, উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ
আরও পড়ুন: Cryptocurrency: ক্রিপ্টোকারেন্সির নামে ভুয়ো এক্সচেঞ্জের ফাঁদ, ২৩ লাখ খোয়ালেন পার্ক সার্কাসের যুবক