নিজস্ব প্রতিবেদন: রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) অপসারণের দাবি করল তৃণমূল কংগ্রেস (TMC)। এই মর্মে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি পাঠিয়েছে তারা। তৃণমূলের অভিযোগ, সংবিধান লঙ্ঘন করে রাজ্যের কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। এনিয়ে বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) প্রতিক্রিয়া,'৩৪ বছরের বাম জমানায় ৩৪ বার রাজ্যপাল বদলের আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোনওবার তা হয়নি।' রাজ্যপাল ভুল তুলে ধরছেন বলেই ওদের অস্বস্তি হচ্ছে, মত লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংবাদিক বৈঠকে এ দিন সুখেন্দুশেখর বলেন,'সংবিধানের লক্ষ্মণরেখাকে অতিক্রম করেছেন রাজ্যপাল। এতে রাজ্যবাসীর ধারণা হয়েছে, দিল্লির শাহেনশাহ-র নির্দেশে চলছেন। প্রথম দিন থেকেই রাজ্য সরকার, প্রশাসন ও পুলিসের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে আসছেন তিনি। কখনও বিবৃতি জারি করে, কখনও আবার সাংবাদিক বৈঠক করে কখনও টিভি চ্যানেলের প্যানেলিস্ট হয়ে রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। স্বাধীন ভারতের কোনও রাজ্যের রাজ্যপাল এ পর্যন্ত এমনটা করেননি।'    


রাজ্যপাল সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। তাঁর কথায়, 'বাম জমানার ৩৪ বছরে ৩৪ বার রাজ্যপাল বদলের জন্য আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওবারই তা হয়নি। এক্ষেত্রেও হবে না। আইনবিরুদ্ধ কোনও কাজই করেননি রাজ্যপাল। একটা শব্দও উচ্চারণ করেননি যা বেআইনি।' হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন,'প্রতিটি ভুল ও অন্যায়ের প্রতিবাদ করছেন রাজ্যপাল। পুলিস অফিসারদের গলদ তুলে ধরছেন। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি নিয়েও বলছেন তিনি। এসব কারণেই ওদের অস্বস্তি হচ্ছে। তবে রাজ্যপালকে সরাতে পারবেন না।'


রাজ্যপালের অপসারণ চেয়ে রামনাথ কোবিন্দের কাছে ৬ পাতার স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতে স্বাক্ষর রয়েছে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়. মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন ও মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। 


আরও পড়ুন- CAA বিরোধীদের সঙ্গে নেই; দলেই আছি, দলীয় কার্যালয়ে বসে জানিয়ে দিলেন শান্তনু