নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের খোঁজ নেই। শনিবার সকালে এড়িয়ে হাজিরা। রাজীবের খোঁজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দিতে পারবেন বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা মুকুল রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুকুল রায়ের কটাক্ষ, রাজীব কোথায়, এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে হবে। উনি মমতার চোখের মণি। এটা মমতাকে ছাড়া আর কাউকে জিজ্ঞেস করা যাবে না। কেন এমনটা মনে করছেন মুকুল? কলকাতায় রাজীবের সঙ্গে সিবিআই সংঘাতের ঘটনা টেনে বিজেপি নেতা বলেন,''রাজীবকে জেরা করার ক্ষেত্রে সরকারি কাজে বাধা দিয়েছেন মমতা। উর্দি পরিহিত অফিসারদের নিয়ে ধরনা দিয়েছিলেন মমতা। রাজীব কোথায়, কেউ জবাব দিতে পারবে না। এটা উনিই পারবেন।''  



শুক্রবার সারদা মামলায় রাজীব কুমারের গ্রেফতারি উপর থেকে রক্ষাকবচ প্রত্যাহার করেছে কলকাতা হাইকোর্ট। বিকেলে রাজীবের বাড়িতে হানা দেয় সিবিআই। তবে বাড়িতে ছিলেন না এডিজি সিআইডি। তাঁর স্ত্রীর হাতে নোটিস ধরান সিআইডি কর্তারা। জানানো হয়, শনিবার সকাল ১০টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। 


শনিবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজির হননি রাজীব কুমার। আইনি পরামর্শ নিতে আইনজীবী ওয়াইজে দস্তুরের বাড়িতে যান তদন্তকারীরা। সেখানে দেড় ঘণ্টা ধরে চলে বৈঠক। বেরিয়ে যাওয়ার সময় সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা রাজীব কুমারকে নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি। বলেছেন, কাগজপত্র খতিয়ে দেখা হবে। আইনজীবীর পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।বিকেলে সিবিআই-কে ইমেল পাঠান রাজীব কুমার। ইমেলে স্ত্রীর অসুস্থতার জন্য একমাস সময় চেয়েছেন প্রাক্তন পুলিস কমিশনার। সূত্রের খবর, রাজীব কুমারের আবেদনে সাড়া দিচ্ছে না সিবিআই। তাঁকে সময় দেওয়া হবে না।


আরও পড়ুন- নয়াদিল্লিতে দিনভর এসসিও-র বৈঠক এড়ানোর পর সন্ধেয় নৈশভোজে হাজির পাক কর্তারা