নয়াদিল্লিতে দিনভর এসসিও-র বৈঠক এড়ানোর পর সন্ধেয় নৈশভোজে হাজির পাক কর্তারা

Sep 14, 2019, 21:57 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে। এহেন পরিস্থিতিতে নয়াদিল্লিতে সংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের মিলিটারি মেডিসিন সম্মেলন এড়াল ইসলামাবাদ।

2/6

ভারতীয় সেনা সূত্রে খবর, বৈঠকে গরহাজির থাকলেও সন্ধেয় নৈশভোজে খেতে এসেছিলেন পাক আধিকারিকরা। 

3/6

নয়াদিল্লিতে ২ দিনের জন্য বসেছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিলিটারি মেডিসিন কনফারেন্সের আসর। ওই সম্মেলনে এসেছিলেন বিভিন্ন দেশের ২৭ জন প্রতিনিধি। ভারতে র তরফে ছিলেন ৪০ জন।

4/6

পাকিস্তান ওই সংগঠনের সদস্য দেশ। সে কারণে তাদের আমন্ত্রণ করা হয়েছিল।  সূত্রের খবর, ওই সম্মেলনে দুজন সেনা কর্তাকে পাঠিয়েছিল পাকিস্তান। কিন্তু প্রথম দিন তাঁদের দেখা যায়নি। 

5/6

সম্মেলনে গরহাজির থাকলেও নৈশভোজে চলে এসেছিলেন প্রতিনিধিরা।   

6/6

বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, যত দূর জানি পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা বৈঠকে অংশ নেয়নি।