নিজস্ব প্রতিবেদন: বেগবাগানের ঘটনার পর এবার স্ট্র্যান্ড রোড। নাকা চেকিং-এর সময় গুরুতর আহত হলেন এক পুলিসকর্মী। ঘটনাটি ঘটেছে স্ট্যান্ড রোডে। মত্ত বাইক আরোহীকে রুখতে গেলে বাইকের ধাক্কায় আহত হন কর্মরত বড়বাজার থানার ওই পুলিস কর্মী। জানা গিয়েছে, এদিন নাকা চেকিং চলাকালীন পুলিসের নজর এড়িয়ে পালাতে যায় হেলমেটবিহীন ওই বাইকআরোহী। তাকে ধরতে গিয়ে বাইকে ধাক্কা খায় পুলিস কর্মী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দলীয় কর্মী খুনের কথা বলতে গিয়ে চোখে জল দিলীপ ঘোষের


ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, প্রবেশ যাদব নামে ওই ব্য়ক্তি গার্ডেনরিচ এলাকার বাসিন্দা। উল্লেখ্য, রাতের শহরে বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে বেশ কিছুদিন ধরেই তৎপর হয়েছে পুলিস। চলছে ধরপাকর। শহরের বিশেষ বিশেষ জায়গায় বসেছে নাকা চেকিং। কিছুদিনের আগেই বেগবাগান এলাকায় হেলমেটবিহীন এক বাইক আরোহীকে ধরতে গেলে এক তপন ওঁরাও নামে এক পুলিস কর্মীকে টেনে ছেঁচড়ে নিয়ে যায় ওই বাইক আরোহী। বাইকটিকে এখনও চিহ্নিত করা যায়নি। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।