``মুখ্যমন্ত্রী ন্যায় চাইতে যেতেই পারেন``, তবে নন্দীগ্রাম রায় `ঠিকই` মন্তব্য Dilip-এর
``মুখ্যমন্ত্রী হেরেছেন এটা ঠিক আবার অন্য জায়গায় দাঁড়াবেন সেটাও ঠিক করে নিয়েছেন। কারণ উনি জানেন যেটা হয়েছে সেটা ঠিকই আছে``, দিলীপ ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: গণনায় কারচুপি করা হয়েছে। এমনই অভিযোগ তুলে নন্দীগ্রামের জনাদেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার সকাল ১১টায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি।
এদিন নন্দীগ্রাম ইস্যুতেই দিলীপ ঘোষ বলেন, ''মুখ্যমন্ত্রী কোর্টে যেতেই পারেন। আমরাও যাচ্ছি অনেক বিষয় নিয়ে। অনেক জায়গায় গন্ডগোল হয়েছে। কাউন্টিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেরকরমই উনিও ন্যায় চাইতে যেতেই পারেন, সবার অধিকার আছে।''
বিজেপি নেতা এও বলেন, ''কিন্তু উনি হেরেছেন এটা ঠিক আবার অন্য জায়গায় দাঁড়াবেন সেটাও ঠিক করে নিয়েছেন। কারণ উনি জানেন যেটা হয়েছে সেটা ঠিকই আছে।কাউন্টিং-এর আবেদন করেছেন? এর আগে হয়নি। তবে সুপ্রিম কোর্টে হবে ইলেকশন পিটিশন। আইনজীবীরা দেখছেন।''
আরও পড়ুন, তৃতীয়বার প্রত্যাবর্তনের পর দলের বিধায়কদের চাঁদা দ্বিগুণ করল TMC
দিলীপ ঘোষ আরও দাবি করেন, ''বেহালায় ববি ১ বছরের সুযোগ চেয়েছেন। জল জমা যারা ১০ বছরে ঠিক করতে পারল না তারা ১ বছরে পারবে বললে লোকে বিশ্বাস করবে?আমফানে ৭দিন অন্ধকার ছিল। বলেছিলেন ৭ দিনের আগে কিছু বলবেন না। আজকে যারা রাজ্যপালকে নিয়ে পড়েছেন, সেচ মন্ত্রীর দোষ ধরছেন ক্ষমতায় থাকাকালীন তাদের সব সুবিধে ছিল অথচ কিছু করতে পারেনি, দোষটা কার?''
বিজেপি নেতার অভিযোগ, সমস্যা সমাধানের ইচ্ছে নেই কেবল রাজনীতি করছে রাজ্য সরকার। ঝড়ে যাদের ঘরবাড়ি গেছে তারা এখনও রাস্তায় ত্রিপল পর্যন্ত দিত পারেননি। ভ্যাকসিন আসছে ১-২ লাখ দিতে পারছেন না. কিন্তু সরকার দিতে পারছে না। রাজ্যপালকে ইস্যু করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তো করুক। করতে পারবেন না সবাই জানেন।