নিজস্ব প্রতিবেদন: ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বন্ধ থাকবে আদালত। ফলে বুধবারও এই হাইভোল্টেজ মামলার শুনানিতে স্থগিতাদেশ জারি হল। পরবর্তীতে কোন দিন এই শুনানি হবে, তা জানিয়ে দেওয়া হবে, এমনটাই আদালত সূত্রে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাইক্লোনের ক্ষয়ক্ষতি এড়াতে আগামী ২৬ ও ২৭-মে সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাই কোর্ট। ফলে তৃণমূলের চার হেভিওয়েট নেতার গৃহবন্দী থাকার মেয়াদ বাড়ল আবার। 


আরও পড়ুন, ঝুলে রইল ৪ হেভিওয়েটের ভাগ্য, বুধবার ফের নারদ-শুনানি হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে


সিবিআই সূত্রে খবর, প্রাথমিকভাবে আর্জি খারিজ হলেও মঙ্গলবার ফের নারদকাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি ফের হাইকোর্টে মামলা ফেরত পাঠায় তবে এই শুনানির দিন আরও পিছিয়ে যাবে বলেই জানান হয়েছে।


হাই কোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৬ ও ২৭ মে, যান চলাচলের সমস্যা, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মামলার শুনানি সম্ভব নয়।এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ২৭ মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে’। এই বিবৃতি এবং সিবিআই এর ফের সুপ্রিম কোর্টে যাওয়া, দুটি ঘটনায় অনিশ্চয়ের মুখে চার নেতার গৃহবন্দী ভবিষ্যৎ।


উল্লেখ্য, রবিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সিবিআই। আবেদনে একাধিক ভুল থাকায় সোমবার আর্জি বাতিল হয়ে যায়। ফের ওইদিনই সন্ধ্যায় আবেদন করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার সুপ্রিম কোর্টে গৃহীত হয় নারদ-মামলা এবং মঙ্গলবার আদালতে ওই মামলা শুনানির দিন ধার্য হয়।