নিজস্ব প্রতিবেদন: বিছানার ওপর খোলা পড়ে রয়েছে গীতা। খাটের সঙ্গে বাঁধা গামছা, গলায় ফাঁস দিয়ে মেঝেতে বসে রয়েছেন বৃদ্ধ। তবে জীবিত নন, মৃত। আবারও ঘটনাস্থল নেতাজীনগর। রবিবার সকালে নেতাজিনগরের বিদ্যাসাগর কলোনী থেকে ফের উদ্ধার এক বৃদ্ধের মৃত দেহ। সাধন সোম নামে বছর ৭০-এর বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, নিজের বাড়িতে প্রোমোটিং-এর কাজ চলায় গত ৫ মাস ধরে বিদ্যাসাগর কলোনী ওই বাড়িতে ভাড়া থাকতেন ওই ব্যক্তি। স্থানীয়রা জানাচ্ছেন, তাঁর স্ত্রী মারা গিয়েছেন বহু আগেই। সন্তানও ছিল না তাঁর। বাড়ির মালিকের কাছে একাকীত্বের কথা জানিয়ে দুঃখ প্রকাশ করতেন প্রায়শই। তবে রহস্যের জট কাটছে না তাতেও। জানা গিয়েছে বহত কয়েকবছরে ওই বাড়িতেই আত্মহত্যা করেছেন ৫ জন ভাড়াটিয়া।


আরও পড়ুন মথুরায় মা-মেয়ের মৃত্যুতে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল দুর্গাপুরের ডোম পরিবার


পুলিশের সূত্রে খবর, বৃদ্ধের দেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। মেলেনি সুইসাইড নোটও। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান অবসাদ থেকেই আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই সাধন সোমের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।