নিজস্ব প্রতিবেদন:  নিউটাউনে বিভিন্ন জায়গায় ফ্লাট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা । লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে নিউটাউন তারুলিয়া এলাকা থেকে গ্রেফতার এক। ধৃতের নাম সঞ্জয় চট্টোপাধ্যায়। একাধিক নাম ভাঙিয়ে প্রতারণার ছক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর,  বুধবার নিউটাউন থানায় অভিযোগ হয় যে সঞ্জয় নামে এক ব্যক্তি নিউটাউনে বিভিন্ন জায়গায় লোকদের ফ্লাট দেখিয়ে তা বিক্রি করার জন্য টাকা নিচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচয় দিত এই যুবক।

আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, জানালেন ছেলে অভিজিত্
সেই অভিযোগের ভিত্তিতে নিউটাউন থানার পুলিস তদন্তে নেমে তারুলিয়া থেকে তাকে গ্রেফতার করে। পুলিসের দাবি, জেরায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে সে। বৃহস্পতিবার তাকে বারাসত আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।