Mamata Banerjee: `মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাটে চক্রান্ত নেই`, হাইকোর্টে রিপোর্ট কেন্দ্রের
হাইকোর্টে জনস্বার্থ মামলা।
নিজস্ব প্রতিবেদন: কেন বারবার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমানে বিভ্রাট? 'কোনও চক্রান্ত নেই', হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট দিল কেন্দ্র। হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
তখন বিধানসভা ভোট চলছে উত্তরপ্রদেশে (UP Assembly Election 2022)। মার্চের মাসের গোড়ায় বারাণসীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন? মোদীর নির্বাচনী কেন্দ্রে অখিলেশ যাদবের সমর্থনে জনসভা করেছিলেন তিনি। দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে তৃণমূলনেত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীরা। এরপর যেদিন কলকাতায় ফিরছিলেন, সেদিন ঘটে বিপত্তি।
আরও পড়ুন: Bogtui Massacre: বগটুইকাণ্ডে ক্ষতিপূরণ-চাকরি সবটাই 'বেআইনি', রাজ্যের জবাব তলব আদালতের
সূত্রের খবর, আকাশ তখন পরিষ্কারই ছিল। দমদমে নামার মিনিট দশেক আগে আচমকাই 'ডিসেন্ড' হয় মুখ্যমন্ত্রীর বিমানে। স্রেফ নির্দিষ্ট উচ্চতা অনেক নীচে নেমে যাওয়াই নয়, বিমানের ভিতরে ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। তবে, কোনও দুর্ঘটনা ঘটেনি। দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। নিরাপদে দমদম বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রীর বিমান।
আরও পড়ুন: Visva-Bharati: পড়ুয়ার মৃত্যুর দায় কি উপাচার্যের? হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
কেন এই বিমান-বিভ্রাট? তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন সেই রিপোর্ট জমা পড়ল আদালতে। কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হল, 'মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে চক্রান্ত নেই'।
এদিকে মুখ্যমন্ত্রীর বিমানের বিভ্রাট নিয়ে আবার এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে (AAI) কারণ দর্শনোর নোটিস দিয়েছিল নবান্ন। সেদিন বিমানটি এয়ার পকেটে পরেছিল, তা জানতে চেয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। এমনকী, নবান্নে এসে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকও করেছিল এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল।