নিজস্ব প্রতিবেদন: চিকিৎসক আন্দোলনের সেই ভয়াবহ দিনগুলোর কথা এখনও ভোলেনি এনআরএস তথা সাধারণ মানুষ। আর তার মাঝেই নার্সদের বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তেজনে ছড়াল এনআরএসে। কেন্দ্রীয় হারে বেতন বৃদ্ধি-সহ তিন দফা দাবিতে অবস্থান বিক্ষোভের পথে হাঁটলেন এনআরএসের নার্স সংগঠন। বুধবার সকাল থেকেই ইমার্জেন্সি গেটের সামনে অবস্থান-বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিন সকাল থেকেই হাসপাতাল চত্বরে চলছে মাইকিং। অভিযোগ, পুলিস এসে আন্দোলনকারীদের একাধিকবার সতর্ক করলেও কোনও কথাই শুনতে নারাজ তাঁরা। পুলিসের অভিযোগ, কোনওরকম অনুমতি ছাড়াই আন্দোলনে বসেছেন তাঁরা। অন্যদিকে আন্দোলনকারীদের পাল্টা দাবি, আগে থেকেই অনুমতি নেওয়া হয়েছে।


বেতন বৃদ্ধির পাশাপাশি আন্দোলনকারীদের দাবি,  রোগীর সংখ্যা অনুযায়ী নার্সের সংখ্যা কম। কাজের অত্যধিক চাপ এসে পড়ছে তাঁদের ওপরেই। তাই নার্সের সংখ্যা বাড়াতে হবে অবিলম্বে। সংগঠনের এক সদস্যের কথায়, ‘আমাদের দিয়ে খাটিয়ে নেওয়া হয়। কিন্তু প্রাপ্যটুকু দেওয়ার সময় কেউ নেই। কাউকে বলেই কোনও কাজ হয়নি।’


আরও পড়ুন: সফল এনজিওপ্লাস্টির পর ওয়ার্ডে রাখা হয়েছে অশোক ভট্টাচার্যকে, জানাল হাসপাতাল


উল্লেখ্য আজ মিছিল করে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেন আন্দোলনকারীরা। তবে মিছিল আটকে দেয় পুলিস। তারপরেই হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। এ দিন মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র জমা দিতে যান আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। তাঁরা ফিরলেই পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন আন্দোলনকারীরা।