নিজস্ব প্রতিবেদন: 'নোটবন্দির মতো গৃহবন্দি চাইছি না।' মুখ্যমন্ত্রীর যখন ফের একবার জানিয়ে দিলেন লকডাউন জারি হচ্ছে না, তখন রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে গেল। বলা ভালো, ১১ হাজার  ছুঁইছুঁই! গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়। এমনকী, ১ দিনে যতজন মানুষ মারা গেলেন, আগে কখনও ততজনের মৃত্যু হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাত পোহালেই  ৩ জেলার ৪৩ আসনে ভোট। ষষ্ঠ দফার আগে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিল। আক্রান্তের সংখ্যা কত? স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১০ হাজার ৭৮৪ জন। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬। এই মুহূর্তে চিকিৎসা চলছে ৬৩ হাজার ৪৯৬ জন।


আরও পড়ুন: ভোটবঙ্গে বেলাগাম করোনা, পরিস্থিতি মোকাবিলায় এবার ময়দানে ৫০ IAS


সবচেয়ে খারাপ অবস্থায় কলকাতায়। ২৪ ঘণ্টা এই শহরেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যার হিসেবে যা, ২ হাজার ৫৬৮!  দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। বাকি জেলাগুলির পরিস্থিতিও তথৈবচ। উদ্বেগজনকভাবে কমছে সুস্থতার হারও। আর মৃত্যু? গত ২৪ ঘণ্টা প্রাণ হারিয়েছেন ৫৮ জন। সেটাও রেকর্ড। সর্বাধিক মৃত্যু উত্তর ২৪ পরগনায়, দ্বিতীয় স্থানে কলকাতা। বাদ যায়নি  দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুর জেলাও। 


আরও পড়ুন: কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত কামারহাটির TMC প্রার্থী Madan Mitra