জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে আদালতে ধাক্কা নুসরাত জাহানের। ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়ে ফ্লাট দেয়নি। সেই কেসে আলিপুর আদালত তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল। তাকে আলিপুর পুলিস কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল অন্তত একটি হিয়ারিংয়ে উপস্থিত থেকে বন্ড জমা দিতে হবে। এই হিয়ারিংকে চ্যালেঞ্জ করে নুসরত আলিপুর জর্জ কোর্টের শরণাপন্ন হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Kolkata Book Fair 2024 | Kolkata Metro: মহানগরের সকল বইপ্রেমীদের জন্য সুখবর! বইমেলার সময়ে বর্ধিত পরিষেবা মেট্রোর


নুসরত আদালতের কাছে জানান, তিনি হাজিরা দিতে পারবে না। সেক্ষেত্রে আলিপুর জজ কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়। সোমবার যে নুসরত জাহানকে আগামি হিয়ারিংয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং নিম্ন আদালতের রায় বহাল থাকবে। মঙ্গলবার আলিপুর আদালতের বিচারক জানিয়ে দেন, মামলার শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে। এর আগে আলিপুর আদালতে সাংসদের আবেদন ছিল, তিনি সশরীরে আসতে পারবেন না, আইনজীবী মারফত সমস্ত নথি পাঠাবেন। তা যেন গ্রহণ করে আদালত। কিন্তু তা খারিজ হয়।


এই ফ্ল্যাট দুর্নীতি নিয়ে এক বছর আগে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। দুর্নীতিতে নাম জড়িয়েছিল বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সি ইডিও তলব করেছিল নুসরতকে। এবার এই মামলার শুরুতে অন্তত একবার এসে আদালতে হাজিরা দিতে বলেছিল নিম্ন আদালত। সেই নির্দেশে কোনও ভুল নেই, জানিয়ে দিল আলিপুর জজ কোর্ট। 


প্রায় ১০ বছর আগের প্রতারণা মামলায় নাম উঠে আসে নুসরতের। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের প্রাক্তন এবং বর্তমান কর্মীদের যে সংগঠন রয়েছে, তাদের সঙ্গে সিক্সথ সেন্স ইনফ্র্যাস্ট্রাকচার নামের একটি সংস্থার চুক্তি হয়। ব্যাঙ্কের প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে মোট ৪২৯ জন কর্মীকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে দিতে বলা হয়। ঠিক হয়, ওই টাকার বিনিময়ে ব্য়াঙ্কের প্রাক্তন এবং বর্তমান কর্মীরা ফ্ল্যাট পাবেন। বিনিয়োগকারীদের অভিযোগ, তাদের জমা দেওয়া টাকা দিয়ে পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনা হয়। অভিযোগ, সেই ফ্ল্যাটটি কেনেন নুসরতই।


আরও পড়ুন, SSC | Calcutta high Court: 'প্যানেল প্রকাশে কীভাবে সম্মানহানি'? এসএসসি মামলায় প্রশ্ন বিচারপতির...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)