নিজস্ব প্রতিবেদন : শহর কলকাতায় বজ্রপাতে মৃত্যু। ভিক্টোরিয়ার সামনে বাজ পড়ে মৃত্যু হল একজনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হয়েছেন ১০ জন। আহতদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মৃতের নাম সুবীর পাল। বয়স ৩৪ বছর। মৃত যুবক উত্তর ২৪ পরগনার দমদমের বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ দুপুর গড়াতেই হঠাৎ আকাশ কালো করে আসে। ঝেঁপে বৃষ্টি নামে। প্রবল বৃষ্টিতে কার্যত চারদিক সাদা হয়ে যায়। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হতেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। বজ্র, বিদ্যুত সহ নাগাড়ে বৃষ্টি শুরু হয়। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলায় ঘণ্টাখানেক ধরে তুমুল বৃষ্টি চলে। এদিকে ঘণ্টাখানেক বৃষ্টিতেই কার্যত জলের নীচে চলে গিয়েছে কলকাতার তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভ।


আরও পড়ুন, দিদিকে বলো-র প্রথম রিপোর্ট কার্ডেই 'লাল দাগ', 'ফাঁকিবাজ'দের দেওয়া হল কড়া নির্দেশ


এদিকে কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। নাগাড়ে বৃষ্টির জেরে কিছুক্ষণ অবতরণ বন্ধ থাকে। অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় শিলিগুড়ি থেকে কলকাতাগামী বিমান GOW537। বেশকিছু বিমানকে কলকাতা সংলগ্ন আকাশে চক্কর কাটতে হয়। প্রায় ৯টি বিমান অবতরণের জেরে এসে আটকে বলে জানা যাচ্ছে।