সুতপা সেন: ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় যাবে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। ফলে এখন সেই রাজ্যগুলিতেই কেন্দ্রীয় বাহিনী আছে। দু'দিন বৈঠকে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সমন্বয় সাধন করবেন আইজি বিএসএফ (কলকাতা) এস সি বুডাকোটি। যদিও এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। ৪৮৫ কোম্পানি বাহিনী আদৌ আসছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশনের। এমনকী কমিশনের লেখা চিঠির বিকেল গড়ালেও শনিবারও উত্তর আসেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, SSC Scam: মণীশকে জিজ্ঞাসাবাদের পরই শিক্ষা দফতর থেকে নথি সংগ্রহ সিবিআই-এর


স্বাভাবিকভাবই বাহিনী কবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বাহিনী কোন জেলায় মোতায়েন হবে তা এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। ৪৮৫ কোম্পানি আদেও আসবে কিনা তা নিয়ে ধন্দে কমিশন। কমিশনের চিঠির উত্তর এখনও আসেনি বলেই জানা গিয়েছে। ৩১৫ কোম্পানি বাহিনী আসবে বলে তা কোথায় আসবে তা জানায়নি। কত পরিমাণ বাহিনী কোন জেলায় আসবে তা জানাতে হয় কমিশনকেই। তারপরই কেন্দ্র নির্দিষ্ট জেলাগুলিতে বাহিনী পাঠায়।


২২ কোম্পানি যে কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রক পাঠাবে বলেছিল তাদেরও কোথায় মোতায়েন করা হবে সেই বিষয় স্পষ্ট করেনি কমিশন। ফলে ২২ কোম্পানির পুরোটা পাঠানো যায়নি। তবে কমিশনের বক্তব্য জেলার চিত্র পরিস্কার না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু জানাতে পারছে না নির্বাচন কমিশন। তবে ইতিমধ্যেই ভাঙড়ের মতো অশান্ত এলাকাগুলিতে পৌঁছে গিয়েছে কোম্পানি। 


অন্যদিকে, যে জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে সেই জেলাগুলিতে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যে জায়গাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে সেখানে রুটমার্চ শুরু করাতে হবে বলে জানানো হয়েছে। 



আরও পড়ুন, হেঁশেলে যাকে ৩৬৫ দিনই প্রয়োজন, তার দামই এখন ৩৬৫ টাকা কেজি!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)