নিজস্ব প্রতিবেদন: অবশেষে বিকাশ ভবন থেকে ১০০ মিটার দূরে ধরনা ও অবস্থানে বসার অনুমতি পেলেন মাত্র ৩০০ জন পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা। বাকিদের সেন্ট্রাল পার্কের কাছে বিধান চন্দ্র রায়ের মূর্তির কাছে শান্তিপূর্ণ অবস্থান করতে বলা হয়েছে ৷ পার্শ্বশিক্ষকরা সোমবার ওই ধরনা শুরুর করতে পারেন বলেই জানানো হয়েছে। পুলিসকে দেওয়া নির্দেশ অনুযায়ী, ওই শিক্ষকদের প্রতি কোনওরকম বেপরোয়া মনোভাব দেখানো যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থানের অনুরোধ জানানো হয়েছে পার্শ্বশিক্ষকদেরও।  শিক্ষকদের যে দাবিদাওয়াগুলি ন্যায্য সহানুভূতিশীল মনোভাব দেখিয়ে তা বিবেচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে এজিকে। আগামী  বুধবার ফের শুনানি। কাজেই আদালতের নির্দেশ পুলিস আন্দোলনকারীদের উপর বলপ্রয়োগ করতে পারবে না।


আরও পড়ুন: উত্তরবঙ্গ সফর বাতিল করে আগামিকালই 'বুলবুল' বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী


রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে কর্মরত পার্শ্বশিক্ষকদের একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে দীর্ঘদিন। তবে তা পূরণ না হওয়ায় বিকাশ ভবনের সামনে ধরনার জন্য বিধাননগর পুলিসের অনুমতি চান হাজার প্রায় ৫হাজার শিক্ষক। তবে পুলিস অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা করেন শিক্ষকরা। রবিবার বিশেষ বেঞ্চ বসিয়ে ধরনার অনুমতি দেয় আদালত।