DA Movement: বকেয়া ডিএ-র দাবিতে এবার রাজ্যের সমস্ত আদালতে কর্মবিরতি...
অনশন কর্মসূচি আপাতত স্থগিত। বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মচারীদের ধরনা কিন্তু এখনও চলছে ধর্মতলায়।
অর্ণবাংশু নিয়োগী: বকেয়া ডিএ মেলেনি এখনও। উল্টে আন্দোলনকারীদের 'চোর,ডাকাত' বলেছেন মুখ্যমন্ত্রী! কেন? হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে এবার কর্মবিরতির ডাক দিল কর্মী সংগঠনগুলি। কবে? ৬ এপ্রিল। চিঠি পাঠানো হয়েছে হাইকোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতির দফতরে।
অনশন কর্মসূচি আপাতত স্থগিত। বকেয়া DA-র দাবিতে সরকারি কর্মচারীদের ধরনা কিন্তু এখনও চলছে ধর্মতলায়। শুধু তাই নয়, হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে চুপ করে বসে নেই রাজ্য সরকার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ধর্মতলায় গান্ধীমূ্তির পাদদেশে ধরনার বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ধরনা মঞ্চ থেকেই তিনি বলেন, 'ডিএ আন্দোলনের মঞ্চে চোর, ডাকাতরা বসে। যারা চিরকুটে চাকরি পেয়েছে, তারাই বসে। কীভাবে কোন এজেন্সির মাধ্যমে কত নিয়োগ? ব্রাত্য বসু বলব তদন্ত করতে। কারা চিরকুটে চাকরি পেয়েছে, সব তদন্ত হোক। মালদহ, মুর্শিদাবাদে কত চাকরি বের করতে হবে'।
আরও পড়ুন: Kolkata Child Death: 'তিলজলায় শিশু খুনে যোগ নেই কোনও তান্ত্রিকের'
এর আগে, বকেয়া ডিএ-র দাবিতে ১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ধর্মঘট পালন করেছিলেন সরকারি কর্মচারীরা। যাঁরা ধর্মঘটে শামিল হয়েছিলেন, নবান্নের নির্দেশে সেইসব কর্মচারীদের ১ দিনের বেতন কাটা গিয়েছে। সঙ্গে ছুটিও।