নিজস্ব প্রতিবেদন: রবিবার উদ্বোধন করা হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশনের। ভার্চুয়ালি ওই স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।  তবে যাত্রী চলাচলা শুরু হবে সোমবার থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুজোর আগেই অশনিসংকেত, প্রতি জেলায় বেড়েই  চলেছে করোনার সংক্রমণ, দেখুন জেলাওয়ারি রিপোর্ট


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভূগর্ভস্থ এই স্টেশনের উদ্বোধনে কোনও অনুষ্ঠান করছে না রেল। বরং তা দেখা যাবে রেলের দেওয়া https://www.youtube.com/channel/UCAQknBaX2KQmcOrguv_dUog/live এই লিঙ্কে।


বেশকিছু নতুন বিষয় রয়েছে এই স্টেশনের-


** ইস্ট-ওয়েস্ট মেট্রোর এটিই প্রথম মাটির নীচের স্টেশন।


** টানা ২৬ বছর পর এবার কোনও ভূগর্ভস্থ মেট্রো স্টেশন হল কলকাতায়।


** প্লাটফর্ম ও লাইনের মধ্যে থাকছে কাচের স্যুইং দেওয়াল। ট্রেন এলেই তা খুলে যাবে।


আরও পড়ুন-হুমকি দিচ্ছে যোগীর পুলিস, হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে কী বললেন রাহুল!


** রয়েছে এনার্জি এফিসিয়েন্সি ব্যবস্থা। অর্থাত্ প্লাটফর্মের ঠান্ডা লাইনে চলে যাবে না। আবার লাইনের উত্তাপ প্লাটফর্মে আসবে না।


**শিয়ালদহ খুব কাছে হওয়ায় সেক্টর ফাইভের যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন। ফলে তাদের সময় ও ভোগান্তি দুটোই কমবে।