‘বিষ’ প্লাস্টিকমুক্ত হাসপাতাল গড়তে বদ্ধপরিকর NRS
যেদিকে তাকান প্লাস্টিক আর প্লাস্টিক। জলে-স্থলে-রেলস্টেশনে-বাসস্ট্যান্ডে-হাসপাতালে থিকথিকে চকচকে থলি। পৃথিবীকে পিষে মারছে প্লাস্টিক বর্জ্য।
নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল চত্বরকে প্লাস্টিকের বিষমুক্ত করতে অভিনব উদ্যোগ এনআরএস-এর। নিজেদের খরচেই পরিবেশবান্ধব থলি বানিয়ে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একেবারে বিনি পয়সায় তা তুলে দেওয়া হচ্ছে রোগীদের হাতে।চলছে সচেতনতা প্রচার। লক্ষ্য একটাই, হাসপাতালে প্লাস্টিকের এন্টি রোখা।
আরও পড়ুন: বিধায়ক খুনে আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে মুকুল
যেদিকে তাকান প্লাস্টিক আর প্লাস্টিক। জলে-স্থলে-রেলস্টেশনে-বাসস্ট্যান্ডে-হাসপাতালে থিকথিকে চকচকে থলি। পৃথিবীকে পিষে মারছে প্লাস্টিক বর্জ্য। প্লাস্টিকের ফাঁস থেকে হাসপাতালকে বাঁচাতে অভিনব উদ্যোগ এনআরএস কর্তৃপক্ষের। সুতো বা কাপড়ের তৈরি ব্যাগ। পচনশীল।এমন কিছু যা সহজেই মিশে যায় পরিবেশে। কেতাদুরস্ত ভাষায় বায়ো ডিগ্রেডেবল। নিডের গাঁটের কড়ি খরচ করে এমনই শত শত ব্যাগ বানিয়ে ফেলেছে এনআরএস কর্তৃপক্ষ। তাই বিলি করা হচ্ছে রোগীদের।
আরও পড়ুন: বিধায়ক খুনে ওসি ও দেহরক্ষীর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
টার্গেট একটাই, হাসপাতাল চত্বরকে প্লাস্টিক মুক্ত করা। কাঁধে কাঁধ দিয়ে নেমেছে সুপার থেকে আম কর্মী। চলছে সচেতনা প্রচার। চলছে কড়া নজরদারি। কোনও রোগী প্লাস্টিকের থলি হাতে হাসপাতালে ঢুকলেই হাজির কর্মীরা। হাতে ধরিয়ে দিচ্ছেন পরিবেশবান্ধব ব্যাগ। উদ্যোগে খুশি রোগীর পরিজনরাও। হাজার হাজার রোগীর চাপ সামলেও পরিবেশের প্রতি দায়বদ্ধ।সত্যিই নজির গড়ছে এনআরএস।