ওয়েব ডেস্ক: ফের শীতের দাপুটে ব্যাটিং।  উত্তরভারতে তুষারপাতের জের। রবিবাসরীয় ঠান্ডার আমেজ শহরে।  নিম্নমুখী তাপমাত্রার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি। গতকালের থেকে তাপমাত্রা কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরভারতে তুষারপাতের জেরে  উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। তাতেই পারদ নেমেছে কয়েক ডিগ্রি। ঠান্ডা বজায় থাকবে আরও কয়েকদিন, জানিয়েছে হাওয়া অফিস।


আরও পড়ুন- রাতের শহরে জোড়া অগ্নিকাণ্ড


প্রসঙ্গত, সপ্তাহ শেষে ফের ঘুরে দাঁড়িয়েছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছিল, তাপমাত্রা হঠাত্‍ বেড়ে গেলেও শীত বিদায় নেয়নি। পূর্বাভাস অনুযায়ী নিল শীতের ইউ-টার্ন বলাই যায়। ফলে, শহরবাসীর শীত সুখে ছেদ পড়ার এখনই কোনও সম্ভবনা নেই।


আরও পড়ুন-প্রতিবাদ করায় গুলিবিদ্ধ প্রতিবাদী